আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া একজন সতী নারীর গল্প
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২৫
অনলাইন ডেস্ক :
আমি চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। সালটা বললাম না। সালটা বললে হয়তো অনেকেই চিনে ফেলবেন। আমাদেরকে যখন ক্যাম্পে রাখা হয়েছিল তখন ভিআইপি পর্যায়ের কিছু লোকজন আসতেন এবং আমাদের সাথে হাত মিলাতে চাইতেন!
আমাদেরকে টাচ করতে চাইতেন! আমি ঐ সমস্ত ব্যাপারগুলোতে অভ্যস্ত ছিলাম না! আমাকে সরাসরি বলা হয়েছিল যে, এত লজ্জা থাকলে তুমি মিডিয়াতে কিছুই করতে পারবে না! এবং সামনে তুমি নেক্সট রাউন্ডে যেতে পারবে না! তোমার লজ্জা ভাঙতে হবে!
ব্রাউনিয়া নামের একজন উপস্থাপিকা ছিল। তিনি আমাদের সাথে খুব রাগারাগি করতেন! বাজে ব্যবহার করতেন! তিনি আমাদেরকে বুঝাতেন যে নেক্সট রাউন্ডে যেতে হলে কিভাবে আগাতে হবে! আমি তাদের কোন কথাই মানি নাই! যার কারনে আমি নেক্সট রাউন্ডে বাদ পড়ে যাই!
আমি বাদ পড়ার পর হঠাৎ একদিন একটি ফোন কল আসে! ফোনটি ছিল এক বিখ্যাত অভিনেত্রীর! নাম বললাম না! নাম বললে হয়তো চিনতে পারবেন! উনি আমাকে বলেন যে, তুমি তো আসলে বাদ পড়োনি তোমাকে বাদ দেয়া হয়েছে! তুমি যদি আমার কথা মত চলো তাহলে তুমি নেক্সট রাউন্ডে যেতে পারবে! এবং তুমি উইনার হবে! তো আমি তার সাথে দেখা করলাম! তিনি আমাকে একটি ফ্ল্যাটে নিয়ে গেলেন।
উনি আমাকে বললেন যে তুমি এই ফ্ল্যাটে থাকবে।এখানে তোমাকে গান, নাচ এবং কথাও শিখানো হবে। এখানে প্র্যাকটিস চলবে! আমাকে গাড়ি দিলেন এবং গাড়ির চাবি দিলেন। একজন ড্রাইভার এর নাম্বার দিয়ে বললেন যে তোমার যখন প্রয়োজন তুমি এই গাড়ি ইউজ করতে পারবে!
উনি আমাকে 50 হাজার টাকা দিলেন! দিয়ে বললেন, এটি হচ্ছে তোমার হাত খরচ। তোমার যা প্রয়োজন শপিং করতে পারো। কোন প্রবলেম নেই।
উনি যাওয়ার আগে আমাকে বলে গেলেন যে, রাতে একজন লোক আসবে এখানে থাকবে! আমি খুবই অবাক হই যে, কেন? উনি থাকবেন কেন? তিনি বললেন, এখানে এত কিছু যে করা হচ্ছে- এটির খরচ হচ্ছে! তিনি সব ব্যয় করছেন! উনি এখানে থাকবে তুমি তাকে খুশি করার চেষ্টা করবে। সেই মুহূর্তে আমি বুঝতে পারি যে আমি ফাঁদে আটকা পড়েছি! তখন আমি সে বাসা ত্যাগ করে চলে আসি।
আসলেই সুন্দরী প্রতিযোগিতা যে হচ্ছে এগুলো এক ধরনের ফাঁদ! যারাই আসবেন সাবধানতা অবলম্বন করবেন!
-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া এক মেয়ের বক্তব্য!
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.