মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১ জুন) সকালে ফুলপুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয়। জনপ্রতি ১০ কেজি করে মোট ৪ হাজার ৬২১ জন উপকারভোগীর মাঝে এসব চাল বিতরণ করা হবে। আগামীকাল সোমবারও এর বাকি অংশ বিতরণ করা হবে। বিভিন্ন ইউনিয়নেও ভিজিএফ বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক প্রমুখ।