আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কে দিলরে লতার গাছে এত বড় কদু?
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৫
অনলাইন ডেস্ক :
কে দিলরে লতার গাছে এত বড় কদু?
কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু?
শিমুল গাছে কে দিলরে নরম নরম তুলা?
কার আদেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা?
মরিচ গাছে কে দিলরে মরিচ এত জ্বাল?
ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল?

ঝিনুক মাঝে কে দিলরে মুক্তা মনি হার?
আখের মাঝে কে দিলরে রস যে চমৎকার।
আচ্ছা মানুষ বল দেখি, রাত্র কেন কালো?
সূর্যমনি কোথা থেকে পেল এত আলো?
পশুপাখি কয় না কথা মানুষ কেন কয়?
আচ্ছা মানুষ বল দেখি, এসব কেমন করে হয়?
দুধ কেন এত সাদা মরিচ কেন জ্বাল?
আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল?
ডিমগুলো সব একই রঙের পার্থক্য নেই মোটে
সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে?
আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে
হাতের রেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে।
আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলির টিপ
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.