আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
৫ দফা দাবিতে ইফার শিক্ষক কেয়ার টেকার ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত 'নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প'-এর শিক্ষক, কেয়ার টেকার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দের উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (১৭ মে) সকাল ১০টায় ময়মনসিংহ ডিসি কোর্ট চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর একটি স্মারকলিপি প্রদান করা হয়। দফাগুলো হলো- ১. প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতনভাতা ও বোনাস দিতে হবে। ২. প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। ৩. ৭ম পর্যায়ের বিদ্যমান জনবলকে ৮ম পর্যায় প্রকল্পে সয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। ৪. কেয়ার টেকারদের স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে ও ৫. শিক্ষকদের বেতনভাতাদি সম্মানজনকহারে বৃদ্ধি করতে হবে।

এসব দাবি তুলে ধরে বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে অনুমোদন করে ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন - ভাতা ও বোনাস প্রদান করতে হবে। অন্যথায় আমরা বাড়ি ফিরবো না। ধর্ম উপদেষ্টাকে হুশিয়ার করে তারা বলেন, উলামায়ে কেরাম মাঠে নামলে এ আন্দোলন সামাল দেওয়ার মতো কোন পন্থা খুঁজে পাবেন না। সারাদেশে আজ এ আন্দোলন চলছে। ময়মনসিংহে এসময় ইসলামিক ফাউন্ডেশনের ১৩টি উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কেয়ার টেকার, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে আনুমানিক ২ হাজার লোক উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.