আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোলায়মান (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক সোলায়মান ওই ইউনিয়নের ধনারভিটা গ্রামের মো. আব্দুল হাই ও উম্মে কুলছুমের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনপাড়া এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে। পরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ধরা পড়ে আসামি সোলায়মান।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি সোলায়মানের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০২, ৬ মে ২০২৫) হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.