আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুর সাহিত্য পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে ফুলপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ আকবর আলী আহসান, সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বিএসসি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম নিপু, সমাজকল্যাণ সম্পাদক এসএম বিল্লাল, সদস্য লিপি চাকলাদার, টুম্পা চক্রবর্তী, আব্দুস সালাম প্রমুখ।
এ ব্যাপারে আকবর আলী আহসান বলেন, তীব্র শীতের মাঝে এক টুকরো গরম কাপড় পেয়ে এলাকার অবহেলিত মানুষ অত্যন্ত খুশি হয়েছেন। তিনি আরও বলেন, এভাবেই আমরা সাধারণ মানুষের মুখে খুশির ঝিলিক দেখতে চাই। চাহিদা অনেক। তারপরও শীঘ্রই আমরা আরও কিছু কম্বল দিবো। এ ব্যাপারে সকলের দোয়া চাই যাতে আমরা আমাদের লক্ষ্য পুরণে এগিয়ে যেতে পারি।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.