আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নানা আয়োজনে তারাকান্দা বিএনপির বর্ষবরণ
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫
নাজমুল হক, তারাকান্দা :
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ করেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুস্তি খেলা ও হাড়িঁ ভাঙ্গা খেলার আয়োজন করে বিএনপি। উপজেলার উত্তর বাজারের ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবীদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।
অপরদিকে, আজ বিকালে কাকনী ইউনিয়নের তেয়রকান্দি স্কুল মাঠে এক কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এসময় তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুল করিম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, শামীম তালুকদার, সদস্য আবু হানিফ, ইবনে কাসেম মাষ্টার, কাকনী মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, তারাকান্দা উপজেলা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক এ এইচ এম জুয়েল, জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমূখ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.