আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রাত পোহালেই বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ ১৪৩২, সকল প্রস্তুতি সম্পন্ন
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫
এম এ মান্নান :
রাত পোহালেই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২। এ উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হবে বলে জানা গেছে। অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন সকাল ৯টার দিকে সারা দেশের ন্যায় ফুলপুরেও জাতীয় সংগীত ও 'এসো হে বৈশাখ, এসো এসো' গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।
সকাল সাড়ে ৯টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এতে নেতৃত্ব দিবেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ওসি আব্দুল হাদি ও রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেবেন।
এর আগে গত কদিন ধরে সাজানো হচ্ছে উপজেলা পরিষদ চত্বর। চত্বর ছাড়াও বিভিন্ন জায়গায় আল্পনা এঁকে মনের মাধুরি মিশিয়ে সাজানো হয়েছে বৈশাখের অনুষ্ঠানস্থল।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা এ কাজে অংশ নেন। হাতে তুলি ও রং নিয়ে ছবি আঁকেন। মাটিতে আঁকা হয় গ্রামীণ ঐতিহ্যের বিচিত্র দৃশ্যসব।
তবে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফটকা ফোটানো বা আতশবাজিসহ কোন ধরনের অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.