আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে জেলা পরিষদের ডাকবাংলো ও পোস্ট অফিসের জায়গায় রোডসাইডে দোকান করে দিলে বাড়বে সরকারের রাজস্ব আয়
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জেলা পরিষদের একটি ডাকবাংলো আছে অনেক জায়গাজুড়ে। এটা থানা রোডে অবস্থিত। আর পোস্ট অফিসেরও বিশাল খালি জায়গা পড়ে আছে বাসস্ট্যান্ড এলাকায়। ডাকবাংলোটি আমাদের জন্য প্লাস পয়েন্ট।

ভিআইপি কোন মেহমান ফুলপুরে আসলে এখানে রাত্রিযাপন করতে পারেন। কিন্তু এর পরিবেশটা সে রকম ভিআইপি নয়। প্রায় সময় গেট খোলা থাকে। পথচারীরা অনায়াসে ভেতরে ঢুকে পেশাব পায়খানা করে। এতে নিরাপত্তা বিঘ্নিত হয়। পরিবেশ দূষিত ও দুর্গন্ধময় করে তোলা হয়েছে। দায়িত্বশীলরা এর প্রতি নজর দিলে এর পরিবেশ আরও সুন্দর করা সম্ভব এবং এর আয় দিয়েই এটিকে সাজানো যেতে পারে আরও উন্নত করে। আজ শনিবার (১২ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকবাংলোর ভবনটির চতুর্দিকে নোংরা পরিবেশ বিরাজ করছে। গেট খোলা। গাছগাছালির পাতালতা পড়ে যেন অন্ধকার হয়ে আছে। ছোট্ট একটি লেবু বাগান আছে। পোস্ট অফিসের জায়গারও একই অবস্থা। এসব জায়গা থেকে সরকারের রাজস্ব খাতে বছরে কত জমা হয় জানি না। তবে রোডের পাশ দিয়ে দোকানের ব্যবস্থা করে দিলে প্রতি বছর বাড়বে সরকারের রাজস্ব আয়। বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.