আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নড়াইল ইউনিয়নের প্রায় ৪শ হাফেজ-আলেমকে সংবর্ধনা দিলো যুব সমাজ
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের প্রায় ৪শ হাফেজ-আলেমকে সংবর্ধনা দিলো কাওয়ালীজান ইসলামী যুব সমাজ। আজ বুধবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বক্তব্যে তিনি বলেন, আমি কল্পনাই করতে পারিনি যে নড়াইলে এত এত কুরআনের পাখি, হাফেজ-আলেম রয়েছেন। না আসলে হয়তো বড় ধরনের মিস হতো। আলহামদুলিল্লাহ, শোকরিয়া জানাই যে, আল্লাহ তায়ালা এমন একটি অনুষ্ঠানে আমাকে উপস্থিত থাকার তাওফীক দান করেছেন।

স্থানীয়দের রাস্তাঘাটসহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়ে এই নেতা বলেন, আল্লাহ তায়ালা তাওফীক দিলে আগামী দিনে হালুয়াঘাট-ধোবাউড়ার সকল উলামায়ে কেরামকে সংবর্ধনা দেওয়া হবে। এ ব্যাপারে তিনি আজকে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সহযোগিতা কামনা করেন।

এক প্রশ্নের উত্তরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আগের নাটকে শিক্ষণীয় অনেক কিছু ছিল। অশ্লীলতা ছিল না। বর্তমানে অশ্লীলতার কারণে এগুলো কেউ চায় না। এসময় নড়াইলের পার্শ্ববর্তী একটি গ্রামে অশ্লীলতাপূর্ণ নাটকের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখে অশ্লীলতার প্রমাণ পেলে প্রশাসনকে সাথে নিয়ে তা বন্ধ করতে চেষ্টা করবো।
এর আগে নড়াইল ইউনিয়নের সন্তান সূর্যপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আকবর আলীর সভাপতিত্বে স্বাগতঃ বক্তব্য রাখেন এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার পরিচালক ইত্তেফাকুল উলামা নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান।
এসময় বিশিষ্ট সমাজসেবক উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ হারুন ও এম এ মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির প্রধান হালুয়াঘাট গরুহাটা কাচারি বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা ফরীদ আহমাদ, হালুয়াঘাট উপজেলা জামায়াত নেতা মোয়াজ্জেম হোসেন মাস্টার, হালুয়াঘাট থেকে জামায়াতের এমপি পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, হালুয়াঘাট তাবলীগের জিম্মাদার আজিজুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতী আজিজুল ইসলাম, হাফেজ আলী আকবর, হালুয়াঘাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মোফাজ্জল হোসেন, মাওলানা আল আমিন প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.