আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শুরু
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন শুরু হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় শুরু হয় দিবসের কর্মসূচি।
পুষ্পস্তবক অর্পণ করে ফুলপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, বিদ্যুৎ অফিস, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রামাউস মডেল একাডেমি, ময়মনসিংহ মোটরযান কর্মচারী সমিতি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর ১ মিনিট নীরবতা পালন করা হয়। তারপর সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ অলিউল্লাহ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গোল চত্বর এলাকায় উপস্থিত ছিলেন।
মুনাজাতের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলেও দিনের অন্যান্য কার্যক্রম একের পর এক চলতে থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.