আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরবাসীর জন্য জনপ্রতি ফিতরা নির্ধারণ
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলাবাসীর জন্য ফিতরা নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) বাদ যুহর ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সভায় জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন দামাত বারাকাতুহুম।
সভায় ফুলপুরবাসীর জন্য জনপ্রতি তিন ধরনের ফিতরা নির্ধারণ করা হয়েছে। যারা গম বা আটার পরিমাণ (১.৬৫ গ্রাম) অনুযায়ী ফিতরা আদায় করবেন তাদের জনপ্রতি ৮৫ টাকা করে ফিতরা দিতে হবে।

আর যারা খেজুর দিয়ে ফিতরা আদায় করবেন তাদের জনপ্রতি (৩.৩ গ্রাম) ১৫০০ টাকা দিতে হবে আর যারা কিসমিসের পরিমাপ (৩.৩ গ্রাম) অনুযায়ী ফিতরা আদায় করবেন তাদেরকে জনপ্রতি ২২০০ টাকা করে ফিতরা আদায় করতে হবে।
ফুলপুরের বিভিন্ন বাজার দর যাচাই বাছাই করে জনপ্রতি এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। এসময় মাওলানা মুফতী আওলাদ হুসাইন, হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ, মাওলানা নোমান সিদ্দিকী, মুফতী নজরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইখলাস উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মাসুক, মুফতী আমিরুদ্দীন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা যোবাইর হোসাইন, মাওলানা আবুল ফাতাহ কাউসার, মাওলানা মুঈজুদ্দীন, মাওলানা জুনাইদ, মাওলানা এমদাদুল হক, মাওলানা আসাদুজ্জামান জলিল, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা কাউসার আহমাদ, মাওলানা রেজাউল করিম, মাওলানা মাজহারুল ইসলাম, হাফেজ হাফিজুল ইসলাম, মাওলানা এনামুল হাসান, মাওলানা আবু সাঈদ নূরুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.