মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) হালুয়াঘাট অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে মাঝিয়াইল মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা সাজিদুর রহমানের সঞ্চালনায় হালুয়াঘাট উপজেলা জমিয়তের কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জমিয়তের সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকী,
ফুলপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবু রায়হান, তারাকান্দা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম মন্ডল প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম৷ ও বিভিন্ন দায়িত্বশীলরা এতে উপস্থিত ছিলেন। অধিবেশনে আল্লামা নূর হোসাইনকে সভাপতি, মাওলানা নূরুল হুদাকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুল মুনাঈমকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে করা হবে।
