
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে গত ৫ আগস্টের পর থেকে ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানরা অফিসে অনুপস্থিত রয়েছেন। এর ফলে জটিলতা তৈরি হয়েছে। প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হলেও তারা সঠিকভাবে দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজ আঞ্জাম না দেওয়ায় চরম ব্যাঘাত ঘটছে। ভোগান্তির শিকার হচ্ছেন নাগরিকরা। ফলে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ নভেম্বর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের মাঝে এসব ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
১নং ছনধরা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফুলপুর উপজেলা সমাজসেবা অফিসারকে। ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা পল্লী উন্নয়ন অফিসারকে, ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ৫নং ফুলপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা কৃষি অফিসার, ৮নং রূপসী ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন একাডেমিক সুপার ভাইজার।
উল্লেখ্য, ২নং রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান রুকন, ৬নং পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, ৭নং রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ একরামুল হক চৌধুরী পান্না ও ১০নং বওলা ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম ডালিম অফিসে উপস্থিত থেকে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।