মো. আব্দুল মান্নান :
জায়গায় দাঁড়িয়ে হালুয়াঘাট টু মুন্সিরহাট সড়কের জলাবদ্ধতা দূর করলেন ১৪৬, ময়মনসিংহ-১ আসনের এমপি মাহমুদুল হক সায়েম।

জানা যায়, এমপি সায়েম ওখানে এক প্রোগ্রামে যাচ্ছিলেন। পরে পথে জলাবদ্ধতা দেখে তিনি গাড়ি থেকে নামেন এবং লোকজন ডেকে তাৎক্ষণিকভাবে সড়কের ওই জলাবদ্ধতা দূর করান।