মো. আব্দুল মান্নান
দীনের খাটি দাঈ বনতে হলে ৭টি খাস সিফাত অর্জন করতে হবে। এগুলো হলো, ১. উম্মতের মুহাব্বত, ২. নিজের সংশোধনের জন্য দাওয়াত দেওয়া, ৩. জান-মাল ও সময় কুরবানির জযবা, ৪. বাহাদুরি ও বড়াই -এর পরিবর্তে আযিযি ও ইনকেসারী পয়দা হওয়া, ৫. লোকেরা না মানলেও নিরাশ না হওয়া, ৬. অন্যের পক্ষ থেকে কষ্ট পেলে সবুর করা, ৭. প্রত্যেক নেক আমলের পর ইস্তেগফার পড়া।
এছাড়া দাঈর জন্য আরও ৭টি বিশেষ গুণ অর্জন করা প্রয়োজন। সেগুলো হলো, ১. দাঈকে পাহাড়ের মত অটল থাকতে হবে, ২. আকাশের মত উদার হতে হবে, ৩. মাটির মত নরম হতে হবে, ৪. সূর্যের মত দাতা হতে হবে, ৫. উটের মত ধৈর্য্যশীল হতে হবে, ৬. ব্যবসায়ীদের মত হেকমত থাকতে হবে এবং ৭. কৃষকের মত থাকতে হবে হিম্মত।
‘ছয় নম্বর ও ঈমান আমলের বয়ান’ কিতাবে দাঈদের আরও কিছু সিফাত বলা হয়েছে। যেমন – ১. তুমি জুড়ে থাকো, যে তোমাকে কাটে, ২. তুমি ক্ষমা করো, যে তোমার উপর জুলুম করে, ৩. যেখানে তোমার ইজ্জতের জায়গা সেখানে তুমি পিছিয়ে থাক ও ৪. যেখানে যিল্লতের জায়গা সেখানে নিজেকে আগে রাখো।
এসব গুণ অর্জন করতে পারলে দীনের দাঈ বনা যাবে। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুক।