মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে হোটেল রেস্তোরাঁ ও চা স্টলসহ খাবারের সকল দোকানপাট বন্ধ রেখে রমজানের পবিত্রতা বজায় রাখার দাবিতে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মার্চ) যুহরের নামাজের পর ইত্তেফাকুল উলামা ও ইমাম পরিষদ, ফুলপুর শাখার উদ্যোগে ওই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের গেট পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে হাসপাতালের নিকট থেকে পুনরায় বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সামনে এসে এক পথসভায় মিলিত হয়। এতে নেতৃত্ব দেন, শায়খে বালিয়ার খলিফা মুফতি আজীমুদ্দীন শাহ জামালী ও ফুলপুর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহিউদ্দিন। সভায় ইত্তেফাক নেতা মাওলানা মাহমুদুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলপুর ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন, ইত্তেফাকুল উলামা নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। রমজানের পবিত্রতা রক্ষা করুন। নিজে তাকওয়া অর্জন করুন এবং সমাজে তাকওয়া অর্জনের পরিবেশ তৈরিতে অবদান রাখুন। রমজানের পবিত্র বজায় রাখতে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ ও চা স্টলসহ সকল খাবারের দোকান বন্ধ রাখুন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। কুরআন পড়ুন, কুরআন বুঝুন ও আল কুরআনের সমাজ গড়ুন। সুদ, ঘুষ, মদ, জুয়া অশ্লীলতা বেহায়াপনাসহ সকল প্রকার হারাম কার্যক্রম থেকে নিজে বিরত থাকুন ও অধিনস্তদের বিরত রাখুন। সিনেমা হল, টেলিভিশন, সোশ্যাল মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব প্রভৃতি বিনোদন মাধ্যমে সকল প্রকার অশ্লীলতা বন্ধ করুন। আল্লাহকে ভয় করুন। আল্লাহর উপর ভরসা রাখুন। অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ান।
এসময় ইত্তেফাক নেতা মাওলানা মাহমুদুর রহমান মানিকের সঞ্চালনায় ফুলপুর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আতাউল্লাহ ফকির, মুফতি ইখলাস উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, ক্বারী সুলতান আহমদ, মাওলানা আবুল বাশার, মাওলানা নাজমুল হাসান, মুফতি আমির উদ্দিন, মুফতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।